জমি দখল নিয়ে উত্তপ্ত আসাম মিজোরাম সীমানা : সপ্তাহব‍্যাপী উত্তেজনা অব‍্যাহত

21st October 2020 9:42 am অনান‍্য
জমি দখল নিয়ে উত্তপ্ত আসাম মিজোরাম সীমানা : সপ্তাহব‍্যাপী উত্তেজনা অব‍্যাহত


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) :  আসামের মিজোরাম সীমান্তবর্তী অঞ্চল পাথারকান্দি সমষ্টির মেদলিছড়াতে মিজোরামের আগ্রাসী মনোভাবে অসমের ভূমিদখল নিয়ে উত্তপ্ত অবস্থা । শুধু মেদলিছড়াতে নয় রাতাবাড়ি সমষ্টির ভূবিরবন্দ সহ কাছাড়ের লায়লাপুর অঞ্চলে একই অবস্থা। এমনকি লায়লাপুর অঞ্চলে আসামের বাসিন্দাদের বসত বাড়ি পুড়িয়ে দিয়েছে। তাই এই অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে উভয় রাজ্যের প্রশাসনিক স্তরে বৈঠক হয়েও কোনো সমাধান বের হয়নি। বর্তমানে বিষয়টি উভয় রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যায়ে টেলিফোন যোগে বার্তা আলাপ হয় বলে জানা যায়। এদিকে করিমগঞ্জ কংগ্রেসের এক প্রতিনিধি দল বিশাল দলীয় কর্মী নিয়ে মেদলিছড়া পরিদর্শন করেন। এই প্রতিনিধি দলে ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত, প্রাক্তন সংসদীয় সচিব মনিলাল গোয়ালা, করিমগঞ্জ জেলা কংগ্রেসের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত সুব্রত দে, জেলা কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ নাগ সহ অন্যান্যরা। এদিকে পরিদর্শন কালে মিজোরাম সরকারের পক্ষে উপস্থিত ছিলেন প্রশাসনিক আমলারা। এদিন কমলাক্ষ বাবু বলেন , এটা অত্যন্ত দুর্ভাগ্য যে এই সরকারের আমলে এভাবে নিজ রাজ্যের মাটি অন্য রাজ্য অবৈধ ভাবে দখল করে নিয়ে যাচ্ছে অথচ সরকার নিশ্চুপ। সরকার গড়ার পূর্বে আসামের এক ইঞ্চি জমি অন্যকে দেবো না বলে হুঙ্কার দেওয়া সরকারের আমলে আজ  সীমান্ত অঞ্চলে জমি নিয়ে বিবাদ চলছে। পাশাপাশি তিনি এও বলেন যদি আসামের ন্যায্য জমি বেদখল মুক্ত না হয় তাহলে কংগ্রেস আগামীতে বৃহত্তর আন্দোলন করবে এবং যারা আসামের নাগরিক মিজোরামে আছেন তারা যেন সুরক্ষিত থাকে তা মিজোরাম প্রশাসনিক কর্তাদের বলে দেন। এদিন মনিলাল বাবু বলেন জমি দখল তো একদিনে হয়নি তাহলে কেন এর আগে গুরুত্ব দেওয়া হয়নি এ বিষয়ে। দুর্বল সরকার তাই এমন হচ্ছে নিজের সীমা আজ সুরক্ষিত নয়। তি‌নি সরকারের নিকট দাবি রাখছেন যাতে অচিরেই নিজ জমি ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। এদিকে সীমান্ত অঞ্চল মেদলিছড়া ব্রীজের অপর পাড়ে এক অদ্ভুত দৃশ্য হাতে হাতে লাঠি নিয়ে তাদের জনগণ উপস্থিত। যেন এই উন্মাদনা থামার নয়। অবশ্য তাদের প্রশাসনিক ব্যক্তিরা আশ্বাস দেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা হবে না বলে। এ বিষয়টি নিয়ে কোনো দল যাতে রাজনীতি না করে প্রকৃত জমি উদ্বারের বিষয়ে সচেষ্ট হন তার আহ্বান জানান। এছাড়া এই অঞ্চলে বসবাসকারী বাসিন্দাদের অবস্থা বর্তমানে খুবই খারাপ । তারা এক ভয় নিয়ে বসবাস করছেন    কখন কি হয় ।  এদিকে বাড়ি থেকে রোজগারের জন্য কাজে যেতে পারছেন না আর্থিক অবস্থা অত্যন্ত বেহাল । প্রশাসন ও সরকারের নিকট দাবি রাখছেন যাতে খুবই তাড়াতাড়ি এই  মাটি বেদখল মুক্ত করে পুনরায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।